তাজউদ্দীন আহমদ টুকু:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ আলী হায়দার নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে মসজিদের ইমামের ওপর হামলার এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও আহত সূত্রে জানা গেছে,উপজেলার ভাইজোড়া গ্রামের প্রতিবেশী মৃত আঃ হাসেম এর ছেলে আলম গংদের সাথে মৃত কদম আলী হাওলাদারের ছেলে ও স্থানীয় ওয়াহেদ আলী মসজিদের ইমাম মোঃ আলী হায়দার এর ভিটেবাড়ী ও নাল জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ওই বিরোধের জের ধরে শুক্রবার সকালে বাড়ীর সন্মূখে ইমাম আলী হায়দার কে একা পেয়ে প্রতিপক্ষ ফাহাদ, সোবাহান,শাহ আলম,সাইফুল,জামাল,মোবারক,বিউটি ও লাভলী রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন গুরুতর
আহত হায়দার আলী জানান,প্রতিপক্ষ ফাহাদ গংরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাসীরা জমি নিয়ে বিরোধের জের ধরে আমাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ বিষয় হায়দার আলীর মেয়ে শাহীনুর বেগম প্রতি পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।