বিশেষ প্রতিনিধি
রবিবার বেলা (০৭ জুলাই) দুপুর ০১ টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সঙ্গে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বারী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মোল্লা,ও অর্থ সম্পাদক আল হাদী সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়ে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সংক্ষিপ্ত আকারে মানবাধিকার সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ব্যক্ত করেন, তিনি বলেন, বাংলাদেশ সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। দেশের সকল মানবাধিকার সংস্থা গুলিকে আন্তরিকতার সহিত একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে করে কেউ তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে সঙ্গবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান ব্যক্ত করেন।