1. admin@goyendanews.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অবৈধ সম্পদ আহরণ বন্ধে সচেতনতামূলক সভার আয়োজন মঠবাড়িয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমামত আহত মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক ৬৫১ জন উপকারভোগীর মাঝে চারা বিতরণ। মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন। নোয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কলম বিরতি পালন। মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী’র আত্মহত্যা পুলিশ সুপারের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটির সৌজন্য সাক্ষাৎ। সকালের সময়ের মঠবাড়িয়া প্রতিনিধির পিতা আব্দুস সাত্তারের প্রথম মৃত্যু বার্ষিকী। জেনে রাখা ভালো। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা।

ভারতীয় দলের জন্য নতুন চমক দিলেন নরেন্দ্র মোদি।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

অনলাইন ডেক্স নিউজ:

 

দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তবে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা আশ্চর্য এক ফ্যাসাদে পড়েছিলেন। বার্বাডোজে হ্যারিকেন বেরিলের তান্ডব চলছে। সেই ঝড় ঝঞ্ঝার মাঝে আটকা পড়েছিল টিম ইন্ডিয়া।

শেষ পর্যন্ত বিসিসিআই ও ভারত সরকারের উদ্যোগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতীয় দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। ভারতীয় সময় বুধবার রাতে টিম ইন্ডিয়ার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ওই বিমানে চড়েছিলেন। সেই ফ্লাইট বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নয়াদিল্লির বিমানবন্দরে এসে পৌঁছয়।

রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেখার জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। একটিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি দেখার জন্য সবাই উৎসাহ নিয়ে ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরের বাইরে।

বৃহস্পতিবার ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গ্র্যান্ড সেলিব্রেশন হয়। সকালে বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে গিয়েছিলেন রোহিত শর্মারা। সেখানে বিরাট একটি কেক কাটা হয়।
হোটেলে ঢোকার আগে ভারতীয় সমর্থকদের মাঝে ভাংরা নাচ করেছিলেন রোহিত শর্মা।

এমনকী সূর্যকুমার যাদব ঢোল বাজাতে শুরু করেছিলেন আনন্দে। কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেওয়ার পর গোটা ভারতীয় দল দুটি বাসে চেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের পৌঁছয়।

প্রধানমন্ত্রীর বাসভবনে এদিন গোটা ভারতীয় দলের জন্য প্রাতরাশের ব্যবস্থা ছিল। সেখানে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা প্রায় দেড় ঘন্টা সময় কাটান।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলে গোটা ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তারপর চলে ফটো সেশন। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতীয় দলকে অবাক করে দেন।

 

তিনি বেশ কিছু ক্রিকেটের শটের কথা রোহিত শর্মা, বিরাট কোহলিদের বলেন, যা শুনে ভারতীয় দলের ক্রিকেটাররা অবাক হয়ে যান।
প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন ভবিষ্যতে ক্রিকেটসহ প্রতিটি খেলা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবে ভারত। প্রধানমন্ত্রী এদিন আরো জানান আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিতদের যে সমস্ত চ্যালেঞ্জ সামলাতে হয়েছে তার সবটাই তিনি জানেন। গোটা ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

 

বিকেলে মুম্বইতে মেগা সেলিব্রেশন হয়। নয়াদিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে যায়।
গোটা ভারতীয় দল সেখানে থেকে হুটখোলা জিপে বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুরবে। তার পর সন্ধে সাতটা নাগাদ রোহিতদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান শেষে ভারতীয় দলের ক্রিকেটাররা ফিরে যান হোটেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ গোয়েন্দা নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park