1. admin@goyendanews.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অবৈধ সম্পদ আহরণ বন্ধে সচেতনতামূলক সভার আয়োজন মঠবাড়িয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমামত আহত মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক ৬৫১ জন উপকারভোগীর মাঝে চারা বিতরণ। মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন। নোয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কলম বিরতি পালন। মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী’র আত্মহত্যা পুলিশ সুপারের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটির সৌজন্য সাক্ষাৎ। সকালের সময়ের মঠবাড়িয়া প্রতিনিধির পিতা আব্দুস সাত্তারের প্রথম মৃত্যু বার্ষিকী। জেনে রাখা ভালো। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা।

মাথায় ডিম ভেঙে শিক্ষককে লাঞ্ছিত।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে পেছন থেকে আঘাত করে মাথায় ডিম ভেঙে কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষক  শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৃণাল বিশ্বাস।

এ ঘটনায় শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদের নেতৃত্বে শিক্ষকেরা রাতে জরুরি সভা করেছেন। এ সভা থেকে তাঁরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

         কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ বলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ১২ জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে তিন-চারজন শিক্ষার্থী দেখাদেখি ও কথা বলাবলি করে পরীক্ষা দিচ্ছিলেন। তখন ৪০৮ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি তাঁদের বারবার সতর্ক করেন। ওই শিক্ষার্থীরা তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি তাঁদের খাতা নিয়ে যাওয়ার কথা বলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন।

        অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ বলেন, গতকাল চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা শেষ হয়েছ। কলেজের কাজ শেষ করে শহরের উদয়ন রোডের বাসায় যাচ্ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের মিলনায়তনের পাশে পৌঁছালে তাঁকে পেছন থেকে আঘাত করে তাঁর মাথায় ডিম ভাঙা হয়।

লাঞ্ছিত শিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, ১২ জুনের ঘটনাকে কেন্দ্র করে গতকালের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। এ ব্যাপারে তিনি থানায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি অভিযোগ দিয়েছেন।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ গোয়েন্দা নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park