বিশেষ সংবাদদাতা:
কুষ্টিয়া দৌলতপুরে প্রবাসীর বসত বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে প্রবাসির ভাই।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারের পাশে বসত বাড়ি দখলের ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে জানা যায়, দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের মো: আব্দুল্লাহ (সেকু) তিনি ৮ বছর জাবত বিদেশে থাকে। বিদেশে থাকার কারনে
মো: রাজন মোল্লা পিতা মো: আরিফুল ইসলাম (গেদু)
প্রবাসী মো: আব্দুল্লাহ (সেকু) বাড়ীতে না থাকার সুযোগে মো: রাজন মোল্লা বসৎ বাড়ীর জায়গা জোর করে দখল করে টাকাপয়সা আত্মসাৎসহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। প্রবাসির ভাই-বোনদের ফোন দিয়ে খুন করার হুমকি দিয়েছেন। প্রবাসী আব্দুল্লাহ(সেকু) বাড়ীর কাজের রড, সিমেন্ট ও বালু চুরি করিয়া নিয়া যায়।
প্রবাসী মো: আব্দুল্লাহ(সেকু) ছোট ভাই মো:জনিরুল ইসলাম (জনি) বলেন,আমার ভাই দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে জোরপূর্বকভাবে আমার ভাইয়ের বসতবাড়ি দখল করিয়া ভাড়া খাটান। আমি বাধা দিতে গেলেও আমার কোন কথা শোনেনি এবং আমাকে খুন করার হুমকি দিয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইন-চার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।