1. admin@goyendanews.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অবৈধ সম্পদ আহরণ বন্ধে সচেতনতামূলক সভার আয়োজন মঠবাড়িয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমামত আহত মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক ৬৫১ জন উপকারভোগীর মাঝে চারা বিতরণ। মোংলা উপজেলায় নবলোক পরিষদ কর্তৃক উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন। নোয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কলম বিরতি পালন। মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী’র আত্মহত্যা পুলিশ সুপারের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটির সৌজন্য সাক্ষাৎ। সকালের সময়ের মঠবাড়িয়া প্রতিনিধির পিতা আব্দুস সাত্তারের প্রথম মৃত্যু বার্ষিকী। জেনে রাখা ভালো। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা।

১১ দফা দাবির আন্দোলনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দেয়ানা মধ্যপাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চত্বরেরবিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

(১১- ২০) গ্রেড কর্মচারী নীতিমালা ও পর্যায়োন্নয়ন সংশোধন পূর্বক পর্যায়োন্নয়ন ও নীতিমালা প্রদান, নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিলসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। এসময় কর্মচারী নেতারা বলেন আমাদের দাবী ন্যায় সংগত। আমাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আন্দোলনে নেমেছি, ওই কারনেই কর্মবিরতি পালন করছি।

আমাদের দাবি গুলো বাস্তবায়িত হলে আমাদের সম্মান ও জীবনমান আরো উন্নয়ন হবে। এ সময় আন্দোলনরত নেতারা তাদের দাবিগুলো গুলো তুলে ধরেন। তাদের দাবি সমুহের মধ্য ছিল- অর্গানোগ্রাম সংশোধন, প্রথম পর্যায়োন্নয়ন ৩ বছরে, ২য় পর্যায়োন্নয়ন ৪র্থ বছর এবং ৩য় পর্যায়োন্নয়ন ৫ম বছরে দেওয়ার কথা বলেন।

পর্যায়োন্নয়নের সাথে সাথে সৃষ্ট পদ তৈরি করে গ্রেডের সাথে পদের নাম পরিবর্তন করার ও অভ্যান্তরীন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মুল্যায়ন করে ৫০% অগ্রাধিকার দিতে হবে বলে জানান।

(১১-১৩ ) তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন ৩ বছর অন্তর ও ১৬ তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন নূন্যতম ১৩ তম গ্রেডে প্রদান করার কথা বলেন।

হেবি লাইসেন্সধারী ড্রাইভারদের উচ্চতম গ্রেড দেওয়া সহ ১৮ গ্রেড থেকে সর্বশেষ পর্যায়োন্নয়ন ১০ তম গ্রেডে ও ইলেক্ট্রিশিয়ান প্রথম ধাপে ১৬ তম এবং সর্বশেষ ১০ তম গ্রেডে করার জন্য আহবান জানান।

এছাড়া ল্যাব এটেনডেন্ট পদ ১৯ তম গ্রেড থেকে বাদ দিয়ে ১৭ তম গ্রেডে চালু করে সর্বশেষ ধাপ ১০ম গ্রেডে, ২০ তম গ্রেডর প্রথম পর্যায়োন্নয়ন নূন্যতম ১৬ তম গ্রেডে প্রদান এবং প্রতিধাপে পদ সৃষ্টি করে ২০ তম গ্রেড থেকে সর্বশেষ ১০ তম গ্রেড প্রদান করতে হবে।

নীতিমালা সংশোধন হওয়ার পর সংশোধিত নীতিমালা সিন্ডিকেটে উপস্থাপন করার পূর্বে খসড়া পর্যায়োন্নয়ন নীতিমালা কর্মচারীদের মাঝে প্রকাশ করার সহ নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিল করার দাবি তুলে ধরেন।

কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম শাওন,এ,বি,এম, আরিফুল ইসলাম, আব্দুস সালাম, দিদারূল আলম, আল মামুন, জাকির হোসেন সহ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (১১-২০) গ্রেডের সকল কর্মচারীবৃন্দ।

 

এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ গোয়েন্দা নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park