সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী বলেছেন, শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন সৃজনশীল কাজে অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।
তিনি সাধারণ জ্ঞান, কুইজ, রচনা, বিতর্ক সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি গত ৮ জুলাই সোমবার পটিয়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণ পদক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর সিলেবাস উন্মোচন সহ মেধাবৃত্তি পরীক্ষার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ
আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা,যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী প্রবীণ শিক্ষক শামসুল আলম, বক্তব্য রাখেন
পরিষদের সহ সভাপতি আবদুর রশীদ, যুগ্ম সম্পাদক রফিক বিন হোসাইন, জাহেদুল হক,মোঃ ইউসুফ, মোঃ মিজানুল হক,এম এম জিয়াউল হক,রিংকি দেব, শাহান আহমেদ রায়হান, মতলবুর রহমান হায়দার, ফোরকান উদ্দিন, সাইফুর রহমান শুক্কুর, শহীদুল ইসলাম, মো: ইব্রাহিম প্রমুখ।
এতে ২০২৪ সালের সিলেবাস এর মোড়ক উন্মোচন করে প্রধান অতিথি প্রফেসর আবু জাফর চৌধুরী পটিয়া কিন্ডার গার্টেন স্কুল স্বর্ণ পদক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর সফলতা কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ জাতির উন্নতি ও সমৃদ্বি কামনা করা হয়।