মোংলায় চিংড়ি ঘেরের জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।দুলাল হাওলদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ৯জুলাই উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে বৈদ্যমারী বাজারে যাওয়ার সময় ১নং ওয়ার্ডের দক্ষিণ বাশতলা গ্রামের ফারুকের মুদি দোকানের সামনে ভ্যানস্টান্ডে পৌঁছািলে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ দুলাল হাওলাদার এর নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে মারধর করে আল-আমীন মোসাল্লী (৩৫)কে। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সটকে পড়ে।পরে আহত আল-আমীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত আল-আমীন মোসাল্লী বুড়বুড়িয়া গ্রামের সুলতান মোসাল্লীর ছেলে। সুলতান ও আল-আমীন মোসাল্লীর মধ্যে একই এলাকার দুলাল হাওলাদার ও শহীদ চৌকিদারে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।