ডেক্স নিউজ
মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে তামিম মোল্ল্যা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তামিম মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র।
রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার চন্দপ্রতাপ পূর্ববাড়িয়ালা ফসলের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে সদর উপজেলায় বৃষ্টি শুরু হয়। এসময় তামিম মোল্ল্যা ফসলের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে আসার পথে বজ্রপাতে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।