নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক আবদুল কাইয়ুমের সাথে পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করণ মাদক ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ টুকুর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম টুকু, ধর্মবিষয়ক সম্পাদক আবু সালেহ, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস ছালাম আজাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল হালি মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক আবদুল কাইয়ুম।
এসময় বক্তারা মঠবাড়িয়া পৌরসভার এবং পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করণ মাদক ইভটিজিং কিশোর গ্যাং বাল্যবিবাহ নিয়ে নানান দিকনির্দেশনা তুলে ধরেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন মঠবাড়িয়ায় ইতিমধ্যে মাদক ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধে বেশ কয় একজনকে কারাদণ্ড সহ জরিমানা করা হয়েছে। পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম কর্মী ও সকলের সহযোগিতা চেয়ে বলেন বর্তমানে তার অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে তবুও নাগরিকদের অভিযোগ পেলেই তৎক্ষণাত ব্যাবস্থা গ্রহণ করা হবে।