নিজস্ব প্রতিনিধি:
গত ১ মাসের ব্যবধানে পিরোজপুরের মঠবাড়িয়া থানার ২ ওসি বদলি হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবী করা হচ্ছে এটা নিয়ম মাফিক বদলি। গত ৯ জুন প্রত্যাহার হয়েছেন মোঃ শফিকুল ইসলাম এবং ৯ জুলাই প্রত্যাহার হয়েছেন মোঃ আশিকুজ্জমান। মোঃ শফিকুল ইসলাম বর্তমানে পিরোজপুর সদর থানায় কর্মরত রয়েছেন এবং মোঃ আশিকুজ্জমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকায় বদলি করা হয়েছে। ওসি মোঃ আশিকুজ্জমান বদলীর বিষটি নিশ্চিত করেছেন।
নির্বাচনে অংশ গ্রহণকারী পরাজিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে গত ৯ জুন রোববার অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন ওসি মোঃ শফিকুল ইসলাম একটি গ্রুপের পক্ষপাতিত্ব করেন। যে কারনে নির্বাচন কমিশন নির্বাচনের দিন (৯ জুলাই) তাকে প্রত্যাহার করেন। এছাড়া বর্তমান ওসি (নির্বাচন কালীন সময় পিরোজপুর সদর থানায় দায়িত্বে থাকা) মোঃ আশিকুজ্জমান মঠবাড়িয়ায় ওই সময় ডিউটি করেন। তিনিও সেই গ্রুপটির ব্যাপক পক্ষপাতিত্ব করেন।
ওসি মোঃ শফিকুল ইসলাম প্রত্যাহার হবার পর মোঃ আশিকুজ্জমানকে মঠবাড়িয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। মোঃ আশিকুজ্জমান মঠবাড়িয়া থানায় যোগদানের পর থেকেই ওই গ্রুপের পক্ষাবলাম্বন করেন। যে কারনে নির্বাচন পরবার্তী সহিংসতা বেড়ে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে। এ কারনেই উর্দ্ধতণ কর্তৃপক্ষ মোঃ আশিকুজ্জমানকেও প্রত্যাহার করেছেন।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম পুলিশের ব্যাপারে নির্বাচন কালীন ও পরবর্তী পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী তাদের বদলি করা হয়েছে।