নিজস্ব প্রতিবেদক:
বামনায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আকবর মোল্লা র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আকবর মোল্লা(৬০), পিতা-মৃত কাঞ্চন মোল্লা, সাং-ছোট তালেশ্বর, ০৭ নং ওয়ার্ড, থানা-বামনা, জেলা-বরগুনা’কে বরগুনা জেলার বামনা থানাধীন কালাইয়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ১১/০৯/২০২৪ইং তারিখে আসামী ও তার সহযোগীরা ভিকটিমের বসতঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে এবং ঘটনা গোপন রাখার জন্য হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে, ভিকটিমের পরিবার আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার বামনা থানায় একটি মামলা দায়ের করে (বরগুনা জেলার বামনা থানার মামলা নং-০৫, তারিখঃ ১৫/০৯/২০২৪ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১)/৩০ তৎসহ ৪৫৭/৩২৩/৫০৬ পেনাল কোড)। আসামী বেশ কিছুদিন যাবৎ পলাতক থাকার পর অদ্য ১১/১১/২০২৪ইং তারিখ সময় অনুমান ১৩০০ ঘটিকায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার হয়। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।