ক্রাইম রিপোর্টার: মো:দেলোয়ার হোসেন।
গত ১২ নভেম্বর'২৪ দৈনিক বর্তমান সময় পত্রিকাসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও পেইজে "চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে মামলার বরাত দিয়ে লেখা হয়েছে। আমি দেলোয়ার হোসেন মাস্টার আমেরিকা প্রবাসী আফজাল হোসেনকে তুষখালী ইউনিয়নের জাল ওয়ারিশ সনদ প্রদান করে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি। এবং ৬০ লক্ষ টাকার ক্ষতি করেছি। যাহা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
"মূল বিষয় হলো- প্রবাসী আফজাল হোসেনের সাথে "ভাইবার অ্যাপসের মাধ্যমে আমার পরিচয় হয়। তিনি আমাকে আশ্বস্ত করেন, আমার ছেলে ফাহাদকে আমেরিকায় নিয়ে দত্তক ছেলে হিসেবে পরিচয় দিয়ে প্রতিষ্ঠিত করবেন। বিনিময়ে আমার কাছে ১২লক্ষ টাকা দাবি করেন। আমি বিশ্বস্ততার সাথে তার স্ত্রীর পরিচয় দেওয়া কুলসুম বেগমের হাতে ১০ লক্ষ টাকা নিজ হাতে পৌঁছে দেই।
পরবর্তীতে ছেলেকে আমেরিকা নেয়ার তাগিদ দিলে। সে কালক্ষেপণ করেন এবং ওই ১০ লক্ষ টাকার বিষয়টি অস্বীকার করেন। ওই টাকার দায় এড়াতে কুলসুম বেগম আমার নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।
আমি মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।