নিজস্ব প্রতিবেদক:
শনিবার (২৩ নভেম্বর ) দুপুর ১২টায় নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটি সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মানবাধিকার প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মানবাধিকার সংগঠক গুলি বিশ্ব শান্তি ও সংহতি বজায় রাখতে নিরলস ভূমিকায় অবদান রেখে আসছে। তিনি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সকল সদস্যদের একনিষ্ঠ কর্মী হিসাবে বাংলাদেশ সরকার ও অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করাব আহ্বান জানান।
এ সময় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বারী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমা, নড়াইল সদর কমিটির বিশেষ প্রতিনিধি মোছাঃ আমেনা খাতুন, উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমা আলেক, সদর থানা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান, সহ- সভাপতি ইউসুফ আলী মোল্লা, সহ-সভাপতি মোঃ নাদীম মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মোল্লা, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম মিনা, কোষাধ্যক্ষ মোঃ আরাফাত, সদস্য সচিব আসলাম মোল্লা, মোঃ বাবুল শেখ, শ্রী লক্ষন কুমার মল্লিক, মোঃ শাইনুর মিনা উপস্থিত ছিলেন।
সব শেষে তিনি সকলের মঙ্গল কামনা করে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চলমান সব ধরনের কাজে আইনগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।