পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশাসকের সাথে পৌর নাগরিকদের মতবিনিময় সভা সকাল ১১ টায় পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে সারাদেশে পৌরসভার মেয়রদের ক্ষমতা থেকে অপসারন কারেন, পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ক্ষমতাচ্যুত হন। পিরোজপুরের জেলা প্রশাসন এর পক্ষ থেকে উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকা খানজাদা শাহরিয়ার বিন মান্নানকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয় হয়। নিয়োগ পাওয়ার পরে পৌর নাগরিকদের নিয়ে এটাই তার প্রথম মত বিনিময় সভা। পৌর নাগরিকগন রাস্তাঘাট,পানি সাপ্লাই,ড্রেনেজ,পৌরখাল খনন ,পানিস্কাশন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময়ে জেলা বিএনপির আহবায়ক বলেন, আমরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে ২য় স্বাধীনতা পেয়েছি তার সুফল জনগনকে ভোগ করতে দিতে চাই, পৌরসভার বিভিন্ন বিভাগে অনিয়ম অব্যবস্থাপনা দির্ঘ দিনের ,আমরা এর থেকে পরিত্রাণ চাই। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, পৌরসভার দীর্ঘদিনের অনিয়ম জঞ্জাল থেকে মুক্তি পেতে নাগরিকদেও সহযোগিতা করতে হবে। ময়লা আবর্জনা নিদৃষ্ট স্থানে ফেলতে হবে। পৌর সভার খালগুলো দখল মুক্ত করতে হবে। সাপ্লাইর পানিতে শ্যওলা মাঝে মাঝে চিংড়ি মাছও পাওয়া যায় যা পান করার অনুপযোগী, আমরা চাই খাবার পানিটা যেন মানসম্মত হয়। জেলা জামায়াতের সদস্য ড.আব্দুল্লাহীল মাহমুদ বলেন পৌর সভার রাস্তাঘাটের টেকসই উন্নয়ন প্রয়োজন যাতে সহজে তা নষ্টহয়ে না যায়। জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ওহিমা আক্তার হাসি বলেন পৌর এলাকা মাদক মুক্ত করতে হবে, পৌর এলাকায় মাদকের কারবার করতে দেয় যাবে না।
প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামিম বলেন, পৌরসভার সকল নাগরিকদেও মিলে মিশে পৌর সভার উন্নয়ণ কাজে সহযোগিতা করতে হবে না হলে পৌরসভার স্বল্প লোকবল নিয়ে কাংখিত সেবা সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি আমাদের পিরোজপুরকে সাজাতে হবে। রাস্তার পাশে পলাশ,কৃষ্ণচুড়া ফুলের গাছ লাগাতে হবে। যাতে অন্য জেলা থেকে যাওয়ার সময় মানুষ পিরোজপুর জেলার সৈন্দর্য্য উপভোগ করতে পারে। আমরা সকলে মিলে একটি সুন্দর জেলা শহর হিসেবে পিরোজপুরকে গড়তে চাই, দেখতে চাই। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন স্তরের নাগরিকগন উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। পরে আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন।