পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন সাংবাদিক ইউনিয়নের সাথে মত বিনিময় সভা করেন।
আজ মঙ্গলবার বিকেল ৩:৩০ টায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করেন। পিরোজপুরের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এ সময়ে বক্তব্য প্রদান কালে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমরা পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সব সময় বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার করে থাকি। আপনি এই জেলায় নবাগত জেলা প্রশাসক জেলার সকল উন্নয়নে আপনি আমাদের পাশে পাবেন।
এসময়ে আরও বক্তব্য প্রদান করেন,পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সাপ্তাহিক নিউজ বায়ান্ন প্রকাশক ও সম্পাদক জিয়া হায়দার দিপু, সিনিয়র সহ সভাপতি এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাইম হোসেন তালুকদার।
এ ছাড়া বক্তব্য রাখেন পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইনকিলাব প্রতিনিধি সোহেল বিল্লাহ কাজল, সাধারন সম্পাদক মোঃ আবু জাফর। পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন বলেন, পিরোজপুরের খালগুলো দখল হয়ে গেছে। এর সাথে আমরা জেলার নাগরিকগন জড়িত। এই খালগুলো দিয়ে আগে বড় বড় নৌকা চলতো এখন মৃত প্রায়। আপনি জেলা প্রশাসক আপনি পারবেন এগুলো উদ্ধার করতে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে। তিনি আরও বলেন আমরা সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আমাদের দায়িত্ব তবে যে সংবাদ দেশে অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি করতে পারে তা সত্য হলেও না প্রকাশ করা ভাল। আমরা সবাই দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে আপনার পাশে আছি।
জেলা প্রশাসক তার সমাপনী বক্তব্যে বলেন,আপনাদের কথা শুনে আমার ভাল লেগেছে। আমার মনে হয় পিরোজপুরের উন্নয়নে আপনারা পাশে থেকে সঠিকভাবে আমাকে সহযোগিতা করতে পারবেন।
আপনাদের যে কোন বিষয়ে আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার যতটুকু সাধ্যে আছে করবো ইনশাআল্লাহ।