ডেস্ক নিউজ
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত ২২নং পোল্ডারের ১৩টি গ্রামের প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘেরসহ ফসলি জমি।
আজ শনিবার বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিসকাত হোসেন প্লাবিত এলাকার তেলিখালী, দারুল মলিক, ফুলবাড়িসহ দুর্গত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে চাউল, ডাউল, সয়াবিন তেল, লাইটার, ওরস্যালাইন সহ প্রয়োজনীয় বস্ত্র সামগ্রী বিতরণ করেন।
এসময় মোঃ মেশকাত হোসেন বলেন পাইকগাছায় বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী সাধারণ মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে এছাড়াও বিশেষভাবে সেনেটারী ব্যবস্থা জরুরী প্রয়োজন, পানিবাহী রোগ দেখা দিয়েছে ওষুধের প্রয়োজন। এ বিষয়ে সরকারকে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
এছাড়াও প্লাবিত এলাকা পরিদর্শন করে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীরা জানান আমাদের ফ্যামিলির সেনেটারী বিষয়ক জিনিস গুলি খুবই প্রয়োজন যা আমরা এখানে কিনতে পারছি না। আমাদের ঘর-বাড়ি ভেঙে গেছে বাংলাদেশ সরকারের কাছে পুনর্বাসনের আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে নজরুল ইসলাম নবীর সাথে কথা হলে তিনি বলেন প্লাবিত এলাকার মানুষের মালামাল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের পুনর্বাসনের জন্য সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম নবী, মাতৃভুমির খরর পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান সোনিয়া তালুকদার, সুমাইয়া, সম্পা সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বৃন্দ।