নিজস্ব প্রতিবেদক:
প্রতারক,মোঃ এনামুল হক, নিজে কে গণভবনের পদস্থ কর্মকর্তা সাজিয়ে হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা। এনামুল হক ও তার বোনজামাই পুলিশের চাকরি দেয়ার নামে একা ধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে নানা ছলচাতুরি মাধ্যমে সংগ্রহ করে নিয়েছে অর্ধ কোটি টাকা।
এ ব্যাপারে ২৩ /১০/২৪ ইং তারিখে উত্তরা পশ্চিম থানা উত্তরা ঢাকা একটি অভিযোগ দায় করেছেন এক ভুক্তভোগী রায় চৌধুরী।খবরের সূত্রে জানা যায় মোহাম্মদ এনামুল পিতা: আবদার আলী, গ্রাম: কানাইডাঙ্গা, ডাকঘর: চন্দ্রবাস, থানা: দামুড়হুদা জেলা: চুয়াডাঙ্গা।
ও তার সহযোগী এবং এনামুলের বোন জামাই, প্রতিনিয়ত বিভিন্ন লোকের কাছ থেকে এভাবে দিনের পর দিন প্রতারণা করে আসছেন ।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এই প্রতারক এনামুলের পরিবারটাই এই চক্রের সাথে জড়িত। ভুক্তভোগী রায়চৌধুরীর সঙ্গে আলাপ করে জানা যায় আজ দুই বছর ধরে তাকে টাকা দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ঘোরায় শেষ পর্যন্ত টাকা চাইলে তাকে জীবননাশের হুমকি দেয় । পরক্ষণে ভুক্তভোগী কে মূল টাকা দেওয়ার বিপরীতে তাকে দুটি চেক দেয় ও একটি স্ট্যাম্প দেয় । এই যে অনুযায়ী ব্যাংকে টাকা তুলতে গেলে দেখা যায় তার একাউন্টে কোন টাকা নেই।
পরে ভুক্তভোগী রাই চৌধুরি সেই ব্যাংকে একটি চেক ডিজঅনার অভিযোগ করে ।
এ ব্যাপারে এলাকা বাসী সহ আরো গোপন সূত্র অনুযায়ী আরো জানা যায় এই এনামুল দেশের বিভিন্ন জায়গয় কোটি কোটি টাকার মালিক হয়েছে এই প্রতারণার চক্র সাজিয়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে।
ভুক্তভোগী রাই চৌধুরী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার ন্যায্য টাকা ফিরে পাওয়ার জন্য একান্ত সাহায্য জন্য আবেদন করেন যাতে করে তিনি এই প্রতারক চক্র হাত থেকে রেহাই পেতে পারে এবং তার পাওনা টাকাটা সে ফিরে পায়।