শাহীন আলম বিশেষ সংবাদদাতা :
কুষ্টিয়ার দৌলতপুরে ঘাস মারা বিষপানে পরি দাস (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে মারা যান তিনি। পরি দাস দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া দাসপাড়ার মনির দাসের ছেলে।
পরি দাসের বাবা মনির দাস জানান, শুক্রবার রাত ২টার দিকে বাড়িতে রাখা ঘাস মারা বিষপান করে তার ছেলে। একপর্যায়ে তিনি বিষের যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে গতকাল সকালে পরি দাসের মৃত্যু হয়। এর আগে পারিবারিক বিভিন্ন বিষয়ে পরি দাসকে তার বাবা বকাবকি করেছিলেন তবে কী কারণে তিনি বিষপান করেছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘাস মারা বিষপান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।