ডেক্স নিউজ
অর্থনৈতিক শুমারি ২০২৪ শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ সভা আজ (রবিবার) দুপুরে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে দেশের উন্নয়ন হবে। এক্ষেত্রে স্বস্ব উদ্যোগে এই কার্যক্রম সফল করতে হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সঠিক তথ্য সরবরাহ করা বাংলাদেশ পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক তথ্য না থাকলে অনেক সময়ে কাজ করতে অসুবিধা হতে পারে। সঠিক তথ্য থাকলে দেশের উন্নয়ন করতে সহজতর হয়। সঠিক তথ্য সকলের পাওয়া উচিৎ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন। অবহিতকরণ সভায় কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরা অংশ নেন।