নিজস্ব প্রতিবেদক:
দলীয় নেতাকর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের পাশে থাকার আহ্বান কৃষিবিদ শামীমুর রহমান শামীমের।
বাগেরহাট: সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকের জান-মাল, বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজার মন্দির মাঠ প্রাঙ্গণে। গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রামপাল-মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক, এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, এম এ সালাম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, শিমুল রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, তরুণ দে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উপর অত্যাচার নির্যাতন করবে তারা যেই হোক না কেন তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের পাশে থাকার আহ্বান ও জানান।
অন্যদিকে সমাবেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট্রের নেতৃবৃন্দরা তাদের বক্তৃতায়, স্পষ্ট করে বলেন, কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীরা আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেনি বরং আওয়ামী লীগই সব সময় আমাদের উপর অত্যাচার অবিচার করেছে।
আবার কেউ কেউ বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন যে ভাবে আমাদেরকে বিভিন্ন অত্যাচার থেকে আগলে রাখছেন তার জন্য তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আসলে আওয়ামী লীগই সব সময় অত্যাচার উপর অন্যায় অবিচার করতো।
সমাবেশের সঞ্চালনায় ছিলেন, হিন্দু পদ্য খ্রিস্টান কল্যাণ ফন্ট মোংলা উপজেলা শাখার সদস্য সচিব অলক হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মোংলা পৌর শাখার আহ্বায়ক, বাবু সচিন হালদার।