উক্ত সভায় সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি শাহ এস এম ওয়াজেদ আলী মজনু, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শিকদার।
সাবেক ছাত্র নেতা শরিফুল ইসলাম খোকা, আলহাজ্ব সেলিম শিকদার, শেখ মোহাম্মদ আলী, কাজী জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম নবী, ইসমাইল সরদার,কাজী মোবাখ্খের, মিজানুর রহমান বাকলাই,আমির মুন্সি, স্বপন দত্ত, ইলিয়াস হোসেন,রাসেল মাতুব্বর, মসিউর রহমান চৌধুরী, জসিম, হারুন, সেলিম ফকির, আলম, পলাশ, ফজলা, রাজা মল্লিক, লিপন, সিরাজ, হিরু মিয়া, বাবু, জাহাঙ্গীর, রিপন মেম্বার, নান্টু মিয়া, মজিবর, আলমগীর, আকবর শেখ, আলম ফকির, সহ আরো অনেকে।
বক্তারা বলেন সংগঠনকে আরো শক্তি শালি এবং শেখ হাসিনার নেতৃত্বে এবং তার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করার অঙ্গীকার ব্যাক্তো করেন।