বাগেরহাট প্রতিনিধিঃ
মোঃমারুফ বাবু
মোংলায় ঘূর্ণিঝড় রেমালে ইউএসআইডি ইকোসিস্টেমস/প্রতিবেশ আ্যক্টিভিটির সহযোগিতায় এবং সিএনআরএস এর বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (০৩ জুলাই) সকাল ১০টায় মোংলায় বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হওয়া ব্যক্তিদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ১২ ও ১৩ ই জুন মোংলা উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে ২ দফায় মোট ১০২৭ জনকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।নিরাপদ খাবার পানি ও হাইজিন কিট,জরুরী
খাবার প্যাকেজ,রিচার্জেবল সোলার লাইটসহ প্রায় ১৪ রকমের দ্রব্যাদি প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে (সাইট অফিসার) মোস্তফা হায়দার মিলন বলেন, প্রতিবেশ প্রকল্পের আওতায় অসংখ্য বন নির্ভরশীল পরিবারকে নানাভাবে সহায়তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্যোগ সৃষ্টির পর মোংলা উপজেলা চিলা ও সুন্দরবন ইউনিয়নে প্রতিবেশ প্রকল্পের সেচ্ছাসেবক কর্মীদের নিয়ে একটি সার্ভে টিম মাঠে যাচাই বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্থতদের একটি তালিকা তৈরি করে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়।
অতীতেও প্রতিবেশ প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলায় অসংখ্য সেবামূলক কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে এবং আগামীতেও উন্নয়নে এই প্রকল্প কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সমাজকর্মী,শিক্ষক,প্রতিবেশ প্রকল্পের কর্মীবৃন্দ,
এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সহ প্রমুখ।