খুলনা ব্যুরোঃ
খুলনার মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার সহযোগী আটক করা হয়েছে।
বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর বিসিজি বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা উপজেলার পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তার দেয়া তথ্যমতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১ টি বিদেশী শটগান, ১টি বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং নগদ ১ লক্ষ টাকা জব্দ করা হয়। এ সময় তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।
জব্দকৃত অস্ত্র ও আটকক যুবলীগ কর্মী এবং তার ভাইকে সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।