নড়াইল জেলার নড়াগাতি থানা পুটিমারি গ্রামে (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার দিকে বিল্লাল শিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী একই গ্রামের মামুন শিকদারকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায় ।
ঘটনা সূত্রে জানা যায় বিএনপি সমর্থিত মামুন শিকদার দলীয় বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করায় তার উপর হ্মিপ্তহয়ে তাকে পুঠিমারি বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিল্লাল শিকদার (৪০) এস্কেন শেখ (৩৮) কুতুব শিকদার (৩০) নয়ন শেখ (৩০) মারুপ শেখ (৩৩) হৃদয় মোল্লা (২৪) উল্লেখ্য যুবলীগ নেতা বিল্লাল শিকদার নাশকতা মামলার এজহার ভুক্ত আসামি এবং স্থানীয় ইউপি মেম্বার সে তার এস্কেন বাহিনী দিয়ে বিভিন্ন অপকর্ম করে থাকে। এলাকার মানুষ তার ক্ষমতার দাপটে অসহায়।
আহত মামুন শিকদার বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে, তিনি পুঠিমারি গ্রামের ইবাদুল শিকদারের ছেলে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন ঘটনা সম্পর্ক আমরা অবগত হয়েছি তবে এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে আইন অনুযাই ব্যাবস্থা গ্রহণ করা হবে।