নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার কালিয়ায় ১/১১’র নির্যাতনে মৃত্যুর শিকার বাংলাদেশ শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি বিএম বাকের হোসেন।
১৯ আগষ্ট (সোমবার) সকাল ১১ টায় উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া মোড়ে হত্যাকরীদের বিচারের দাবীতে এ মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মী ও তার স্বজনরা। বিএম বাকের হোসেন নড়াইল জেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া গ্রামের মৃত জহুরুল হক বিশ্বাস ছেলে।
মানববন্ধনে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচনা ও দোষীদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফত হোসেন সবো মোল্যা, থানা বিএনপির সদস্য নাজির বিশ্বাস, কালন শেখ, মোঃ ইছাবুল হক, এস,এম আতাহার হোসেন ঝড়ু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমোদ খান, জাকাত আলী শরীফ, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি অলিয়ার রহমান, ইলিয়াস শেখসহ নিহতের স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।