নিজস্ব সংবাদদাতা:
কালিয়া উপজেলার নরাগাতির থানার পহড়ডাংগা
ইউনিয়নের ১নং পাখি মারা গ্রামের আওতাধীন দায়িত্বপ্রাপ্ত এল জি আরডির একটি ব্রীজ কাজ হাতে পাওয়ার পরেও প্রায় দুই তিন বছর ধরে বন্ধ হয়েছিল বর্তমান অবস্থায় পুনরায় কাজ চালু করলে এলাকার কিছু নাম ধারি সন্ত্রাসী একটি দলের নাম ভাংগিয়ে
প্রকাশ্য জন সন্মুখে চাঁদা দাবি করে, এসময়ে এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী এবং তাদের দেওয়া স্বীকারোক্তি এর পরিপেক্ষিতে বোঝা যায় কিছু সুবিধাবাদী লোকের কারণেই এই ব্রিজের কাজটা এতদিন বন্ধ হয়ে পড়ে আছে শুধুমাত্র চাঁদার টাকার কারণে।
ক্ষমতাশীন সন্ত্রাসী দল চাঁদাবাজেরা বিভিন্ন ধরনের হুমকি এবং প্রাণনাশক মূলক কথা ও আচরণের মাধ্যমে এলাকায় আতংক সৃষ্টি করে।
এলাকাবাসীর দেয়া তথ্য সূত্রে জানা যায় ৫ই আগষ্টের পর আওয়ামী-লীগ সরকার ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পর
থেকে নতুন করে আরেক সন্ত্রাসিদের আতঙ্কে
তারা দিন যাপন করছে, এমনকি এলাকার
সাধারণ মানুষকে হুমকি দামকি দিয়ে আসছে,
কারন এ-ই ব্রীজটি ছিলো এই এলাকার একমাত্র
ভরসা ও বর্ষামৌসুমে এই ব্রীজের কাজের
করনে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে করে
এলাকার হাজারো কৃষক খতি
গ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত তাই এলাকাবাসীর দাবি
দলমত নির্বিশেষে যেভাবে হোক সরকারি কর্মকর্তাদের কাছে তাদের আকুল আবেদন এই ব্রিজের কাজটি সম্পূর্ণ করার জন্য, আর বর্তমান অবস্থায় যারা এই কাজের বাধা দিচ্ছে চাঁদা আদায়ের জন্য এলাকাবাসীদের উপর হুমকি তাদের জান ও মালামাল এর নিরাপত্তা সকল বিষয়ে লক্ষ্য রেখে ব্রিজটির কাজটি সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও এলজিডি কাছে আকুল আবেদন।
বর্তমানে বীজের কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব যাদের উপর দেয়া হয়েছে তারা যেন একটু বিষয়টা গুরুত্ব সহকারে দেখে বিচার বিবেচনা করে উপরোক্ত ঘটনার উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ব্রিজের কাজটি সম্পন্ন করে এবং কাজটি আবার পুনরায় চালু করার জন্য এলাকাবাসী তাদের কাছে বিনীত অনুরোধ জানান।
বর্তমান সরকারের কাছে এলাকা বাসী জোর
দাবি করেন যাতে দ্রুত গতিতে এ-ই ব্রীজের
কাজ সম্পন্ন করে এই ভোগান্তি থেকে রক্ষা ও
চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের
আওতায় আনার অনুরোধ করেন।